ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি

হাটহাজারী মুক্তিযোদ্ধা সংসদের অনুষ্ঠানে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৯:০৩ পূর্বাহ্ণ

সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার আদর্শ অনুসরণ করে সোনার বাংলা প্রতিষ্টায় কাজ করছেন। তিনি দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও সার্বিক উন্নয়নে সকল দল মতের উর্ধ্বে উঠে কাজ করার আহ্‌বান জানান। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাটহাজারী উপজেলা সংসদ ইউনিটের উদ্যোগে শোক দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আবু রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ডেপুটি কমন্ডার মোহাম্মদ হোসেন মাস্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, থানার ওসি রুহুল আমীন সবুজ। বক্তব্য রাখেন চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল হোসেন মুহুরী।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা এরশাদুল হক আল কাদেরী।

পূর্ববর্তী নিবন্ধসবকিছুর দাম আকাশছোঁয়া সাধারণ মানুষ আজ অসহায়
পরবর্তী নিবন্ধত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে