ঘাটফরহাদবেগ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রামের স্থায়ী পূজামণ্ডপের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার এ উপলক্ষে পূজামণ্ডপ প্রাঙ্গণে ভূমি পূজার আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। ঘাটফরহাদবেগ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা চন্দ্রনাথ বিশ্বাস চাঁদুর সভাপতিত্বে ও অধ্যাপক অসীম চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, স্বদেশ চক্রবর্ত্তী, দিলীপ ধর, রতন দাশ, ইউনিটি ভিলেজের ভূমিদানকারী প্রদীপ ধর, মৃদুল কান্তি দে, শ্যামল কুমার ধর, এডভোকেট সজীব কুমার ধর, ঘাটফরহাদবেগ পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তুনু চৌধুরী কানু ও সদস্য শিমুল নন্দী। এ সময় পরিষদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা ও ইউনিটি ভিলেজের মালিকরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।