করোনাভাইরাসের আগ্রাসী বিস্তার ঠেকাতে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের বিধিনিষেধ চলাকালীন জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার। গতকাল মঙ্গলবার রাতে সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ রোধে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। খবর বিডিনিউজের।
এ সময়ে জরুরি পরিষেবার সাথে জড়িত কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে তথ্য বিবরণীতে বলা হয়, বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।
প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেন, মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এক ভার্চ্যুয়াল সভায় কঠোর লকডাউনের বিষয়ে আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, কঠোর বিধিনিষেধসহ ১ জুলাই থেকে যে লকডাউন শুরু হচ্ছে, তখন জনসাধারণের জরুরি চলাচলের জন্য বিশেষ ‘মুভমেন্ট পাস’ নেওয়ার সুযোগ বন্ধ থাকবে। তিনি বলেছিলেন, ইমারজেন্সি ছাড়া কেউ বের হতে পারবে না। বাসায় থাকবে হবে সবাইকে। এদিকে, তিন দিনের সীমিত পরিসরের লকডাউনের মেয়াদ আগামীকাল বৃহস্পতিবার সকালে শেষ হচ্ছে।