বর্গা নেয়া এক একর জমির ধান কেটে মাড়াইয়ের জন্য স্তূপ করে রেখেছিলেন। জমির মালিককে পাওনা মিটিয়ে দিয়ে বাকি ফসল ঘরে তোলার আশায় ছিলেন দুদু মিয়া। কিন্তু রাতের আঁধারে কষ্টে ফলানো ধানে আগুন দেয় দুর্বৃত্ত, পুড়ে যায় দুদু মিয়ার স্বপ্ন।
জানা যায়, হাটহাজারী পৌরসভার মিয়াজী পাড়া এলাকার চাষি দুদু মিয়া গত বৃহস্পতিবার তার প্রায় এক একর জমির ধান কেটে জমিতে স্তূপ করে রাখেন। রোববার ভোরে স্থানীয় এক মহিলার মাধ্যমে জানতে পারেন তার জমিতে স্তূপ করে রাখা ধান আগুনে পুড়ে গেছে।
তিনি বলেন, আমি কারো কোনো ক্ষতি করিনি। জানিনা কে আমার এত বড় ক্ষতি করল। এখন আমার সংসারে চালের চাহিদা কীভাবে মিটাবো আর জমির মালিকদের ধান কীভাবে দেব। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর কাছে বিচার দিলাম। তবে জমির মালিক এ ঘটনায় চাষের টাকা কিংবা ধান কিছুই নেবেন না বলে জানিয়েছেন।
বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন শিকদারকে অবগত করলে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমাদের মনুষত্ববোধ দিন দিন লোপ পাচ্ছে। তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে সার্বিক সহযোগিতা করবেন বলে জানান।