ঘরে উঠার অপেক্ষায় রাউজানে ৪শ ৮৮ গৃহহীন পরিবার

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৯ মে, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

রঙিন টিনের পাকা ঘরে ওঠার অপেক্ষায় এখন রাউজানে ৪শ ৮৮ গৃহহীন পরিবার। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার-স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে রাউজানে গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ৪শ ৮৮ পরিবারে জন্য সেমি পাকা ঘর। এসব ঘর করা হচ্ছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে। এর আগে মুজিব বর্ষের উপহার হিসাবে এই উপজেলার ৫৪ পরিবার ঘর পেয়েছিল ভূমিহীনরা। আগে পাওয়া গৃহহীনদের মধ্যে ৫০ পরিবার ঘর পেয়েছে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর অর্থায়নে নির্মাণ করে দেয়া প্রধানমন্ত্রীর পক্ষে উপহার হিসাবে। বাকি ৪টি ঘরের মধ্যে দুটি দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, একটি উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, অপর একটি করে দিয়েছে রাউজান পল্লী বিদ্যুৎ সমিতি-২।
খবর নিয়ে জানা যায়, ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার হলদিয়া ইউনিয়নে দুটি সরকারি খাস টিলাভুমি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে গৃহহীনদের আধাপাকা ঘর তৈরি করার কাজ চলছে দ্রুততার সাথে। পরিদর্শনকালে দেখা যায়, হলদিয়া ইউনিয়নে জাইল্যাটিলায় ৬০টি ঘর নির্মাণ সম্পন্ন হওয়ার শেষ পর্যায়ে আছে। একই ইউনিয়নের ফাকনাইয়্যার টিলায় আরো ৫০টি ঘরের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমিহীনদের ঘর নির্মাণ চলছে পৌরসভা এলাকায়, রাউজান সদর ইউনিয়ন, কদলপুর, পাহাড়তলী, ডাবুয়া ইউনিয়নেও। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেছেন, যতদূর সম্ভব দ্রুত সময়ের মধ্যে ঘরগুলো তৈরি করার চেষ্টা চলছে। দুই পর্বে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্বে নির্মিত ঘরগুলো এখন ফিনিশিংয়ের কাজ চলছে। দ্বিতীয় পর্বে ঘরগুলো দ্রুততার সাথে শেষ করার চেষ্টা চলছে। জানা যায়, ভূমিহীনদের জন্য তৈরি করা প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে এক লক্ষ ৭১ হাজার টাকা। এই উপজেলায় এইখাতে সরকারের ব্যয় হচ্ছে ৮ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার টাকা। ইউএনও আশা প্রকাশ করে বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হবে স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর হাত দিয়ে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ের সব লিখিত পরীক্ষা স্থগিত
পরবর্তী নিবন্ধ৩৫ বছর ধরে পরিত্যক্ত, তবুও ভাঙা হচ্ছে না