৩৫ বছর ধরে পরিত্যক্ত, তবুও ভাঙা হচ্ছে না

চাম্বল ইউপি কাম সাইক্লোন সেন্টার

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৯ মে, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ কাম সাইক্লোন সেন্টার ভবনটি বিগত ৩০/৩৫ বছর যাবত ব্যবহার অনুপযোগী হলেও অজ্ঞাত কারণে ভাঙ্গা হচ্ছে না সেটি। ফলে এ ভবনের পাশ দিয়ে স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ জনবহুল চাম্বল বাজারে আসা লোকজন চরম ঝুঁকিতে রয়েছে। অথচ এ পরিত্যক্ত ভবনটি ভেঙ্গে ফেলার জন্য চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী ৩৮৯/২০ স্মারকমূলে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন। তাছাড়া বিষয়টি বাঁশখালী উপজেলা উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় অসংখ্যবার উত্থাপনও করা হয়েছে। কিন্তু কোন কিছুতেই কিছু হচ্ছে না। স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, চাম্বল গজার হাট (চাম্বল বাজার) সংলগ্ন ইউনিয়ন পরিষদ কার্যালয় কাম সাইক্লোন সেন্টারটি স্বাধীনতার আগে নির্মাণ করা হলেও সেটি গত ৩০/৩৫ বছর পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিশাল এ ভবনের পশ্চিমে চাম্বল বাজার, পুর্বে চাম্বল উচ্চ বিদ্যালয়, চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর দক্ষিণে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করে থাকে। জলবহুল স্থানে এ ঝুঁকিপূর্ণ ভবনটি বিপজ্জনক হওয়ায় সাধারণ জনগণ সেটি ভেঙে ফেলার দাবি তুলেছেন দীর্ঘদিন ধরে। চাম্বলের বাসিন্দা উন্নয়ন কর্মী মোহাম্মদ আমান উল্লাহ বলেন, ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভবনের পাশ দিয়ে অনেক লোক প্রতিনিয়ত চলাচল করে। যে কোন সময় বড় ধরনের দুঘর্টনা ঘটতে পারে তাই এ ভবনটি জরুরি ভিত্তিতে ভেঙ্গে ফেলা প্রয়োজন। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, আমি সম্প্রতি যোগদান করার পর এটার ব্যাপারে অবগত হয়েছি। ভবনটি যেহেতু অনেক বিশাল সেহেতু এটার ব্যাপারে কার্যকর একটা ব্যবস্থা জনস্বার্থে গ্রহণ করা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধঘরে উঠার অপেক্ষায় রাউজানে ৪শ ৮৮ গৃহহীন পরিবার
পরবর্তী নিবন্ধদেবী সর্দার