গ্রেফতার ৩ জনের রিমান্ড নাকচ

বায়েজিদে গার্মেন্টসকর্মী ধর্ষণ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ মে, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানা এলাকায় গার্মেন্টসকর্মী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ জনের রিমান্ড আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল রোববার মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত শুক্রবার গ্রেফতারকৃতরা ‘সিরিয়াল রেপিস্ট’ কিনা বা পূর্বে তারা এ ঘটনা ঘটিয়েছে কিনা, তাদের প্রকৃত উদ্যেশ্য কী ছিল, ঘটনায় আর কোনো ব্যক্তি জড়িত ছিল কিনা এসব বিষয়ে জানতে আদালতের কাছে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করে বায়েজিদ থানা পুলিশ। আদালতের প্রসিকিউশন শাখা আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার (২৭ মে) রাত ৯ টার দিকে পূর্ব পরিচিত মুন্না নামে এক ব্যক্তির সাথে দেখা করতে বায়েজিদের শেরশাহ কলোনির সরকারি কোয়ার্টার এলাকায় যান ধর্ষণের শিকার ওই গার্মেন্টসকর্মী। এ সময় গ্রেফতারকৃত সাইফুর রহমান সুমন (২৮) ও মেহেদী হাসান জনি (৩২) ওই গার্মেন্টসকর্মী এবং তার সহকর্মী মুন্নাকে আটক করেন। এক পর্যায়ে মুন্নাকে মারধর করে তাড়িয়ে দেয় তারা। মার খেয়েও মুন্না পালিয়ে না গিয়ে কিছু দূর গিয়ে দাঁড়িয়ে থাকে। পরে সাইফুর ও মেহেদী ওই গার্মেন্টসকর্মীকে জোর করে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় মো. আলম (২৫) নামের গ্রেফতারকৃত অপরজন বাইরে পাহারা দিচ্ছিল।

পূর্ববর্তী নিবন্ধপথশিশু ও ছিন্নমূলদের মাঝে এইচপিএফের খাদ্য বিতরণ
পরবর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি