গ্রেপ্তার ১৬ জনের রিমান্ড মঞ্জুর

জেএম সেন হলে হামলা চেষ্টা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

নগরীর জেএম সেন হলে হামলা চেষ্টা মামলায় গ্রেপ্তার ১৬ জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।এরা হলেন মো. ইফতেখার উদ্দিন, তৌহিদুল ইসলাম প্রকাশ পলাশ, খালিদ কিন ওয়ালিদ, সৈয়দ মোহাম্মদ মঈন উদ্দীন প্রকাশ মঈন, মো. দেলোয়ার হোসেন, মাসুদ পারভেজ, মো. হুমাইন, মো. জায়েদুল ইসলাম জায়েদ, মো. রাসেল, মো. নুরুল ইসলাম, মো. সোহাগ, মো. জাবেদ হোসেন, মো. আইয়ুব আলী, মো. আমির হোসেন, মো. খোরশেদ আলম ও মো. ওমর ফারুক। গতকাল সোমবার মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালত রিমান্ড মঞ্জুরের এ আদেশ দেন। আদালতের প্রসিকিউশন শাখার সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। সূত্র জানায়, গত ১৯ অক্টোবর এ ১৬ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করে কোতোয়ালি থানা পুলিশ। গত ১৫ অক্টোবর নগরীর আন্দরকিল্লার জেএম সেন হলে হামলা চেষ্টার ঘটনাটি ঘটে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের আরেকটি প্রতিশোধের মিশন আজ
পরবর্তী নিবন্ধসংক্রমণ বাড়ায় বেইজিং ম্যারাথন স্থগিত