সংক্রমণ বাড়ায় বেইজিং ম্যারাথন স্থগিত

আক্রান্ত পূর্ব ইউরোপ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকার মধ্যে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বেইজিং ম্যারাথন স্থগিত করেছে চীন। নতুন প্রাদুর্ভাবের আরও বিস্তার ঘটতে পারে, দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা এমন সতর্কতা জানানোর পর এ সিদ্ধান্ত আসে বলে জানিয়েছে বিবিসি।
এ পর্যন্ত ১১টি প্রদেশজুড়ে ১৩৩ জনেরও বেশি নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছে চীন। এদের সবাই করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক ভ্যারিয়েন্ট ডেল্টায় আক্রান্ত বলে জানা গেছে। চলতি বছরের আগস্টে নানজিংয়ের পর থেকে এটিকে দেশটিতে হওয়া সবচেয়ে বড় প্রাদুর্ভাব বলে বিবেচনা করা হচ্ছে। এদিকে করোনা সংক্রমণে বিপর্যস্ত রাশিয়া। এ ছাড়া পূর্ব ইউরোপের আরও দু’টি দেশ ইউক্রেন ও রোমানিয়ায় সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। রোববার রাশিয়ায় সংক্রমণ পৌঁছে গিয়েছিল ৩৭ হাজারের কাছাকাছি, সামান্য কমে গতকাল সেই দৈনিক সংক্রমণ দাঁড়ায় ৩৫ হাজার ৬৬০-এ। দৈনিক মৃত্যুর সংখ্যা পৌঁছেছে এক হাজার ৭২-এ। খারাপ অবস্থা রুশ রাজধানী মস্কোর। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ২৭৯। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকেই রাশিয়ার বিভিন্ন অংশে লকডাউন আরোপ করা হতে পারে। এর মধ্যে সেন্ট পিটার্সবার্গে লকডাউন ঘোষণা করা হয়েছে। ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত লকডাউন চলবে।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার ১৬ জনের রিমান্ড মঞ্জুর
পরবর্তী নিবন্ধসংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে