গ্রেপ্তার নগর বিএনপির ৪৯ নেতাকর্মী কারাগারে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নগর বিএনপি আয়োজিত মানববন্ধনে অংশ নেয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৪৯ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত তাদের কারাগারে পাঠায়। এর আগে কোতোয়ালী থানা পুলিশ বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে নেতাকর্মীদের আদালত কক্ষে হাজির করে। আদালতের প্রসিকিউশন শাখার অতিরিক্ত উপ-কমিশনার কামরুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
গত বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলামসহ পুলিশের তিন সদস্য ও বিএনপির ৭/৮ জন নেতাকর্মী আহত হন। এর মধ্যে মিজানুর রহমান নামে এক যুবদল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। মূলত এ উপলক্ষে মানববন্ধনের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ১২,৯২৫ কেজি চোরাই বাল্কহেড স্ক্র্যাপ উদ্ধার চোরাকারবারী আটক
পরবর্তী নিবন্ধ৭৮৬