গ্রেপ্তার আটজন তিনদিনের রিমান্ডে

মাদক ব্যবসায়ী ছিনতাই

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ৯:৩৬ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা করে দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ৮ জনকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তারা হলেন রাব্বি ইসলাম, ফরিদুল ইসলাম, বাদশা ওরফে ববিতা বড়ুয়া, আবদুল জলিল, দিল মোহাম্মদ, আবদুর রহমান, আকলিমা আক্তার ও মো. ইব্রাহিম।

গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। গত শনিবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে ছিনিয়ে নেয়া দুই মাদক ব্যবসায়ীর হদিস এখনো পায়নি পুলিশ। ১৯ নভেম্বর সন্ধ্যায় কালুরঘাট পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কালুরঘাট ব্রিজ এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবু হানিফ ও মহিউদ্দিন শরীফকে আটক করে। তাদের দুজনকে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে তার সহযোগী ও হিজড়া বাহিনী ফাঁড়িতে হামলা চালিয়ে দুজনকে ছিনিয়ে নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে গুদামে অভিযান৫শ বস্তা চিনি জব্দ
পরবর্তী নিবন্ধহেলমেট না পরা ও বেপরোয়া গতিই দায়ী