গ্রিস থেকে ইতালিগামী ফেরিতে অগ্নিকাণ্ডে এখনো ১২ জন নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার ২৯২ জন যাত্রী নিয়ে আয়োনিয়ান সাগরে বিশাল ওই ফেরিতে আগুন লাগে। তাদের মধ্যে ২৮০ জনকে উদ্ধার করা হয়েছে। খবর বাংলানিউজের।
নিখোঁজ যাত্রীরা বুলগেরিয়া, গ্রিস, তুরস্ক ও লিথুয়ানিয়া থেকে এসেছেন বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড। শিপিং মন্ত্রী জিয়ানিস প্লাকিওটাকিস স্কাই টেলিভিশনকে বলেন, আগুন এখনো জ্বলছে। অগ্নিনির্বাপক জাহাজগুলো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের সময় মোট ২৪১ জন যাত্রী এবং ৫১ জন ক্রু ফেরিতে ছিলেন। উদ্ধারকারী জাহাজ ইতোমধ্যে তাদের বেশিরভাগকে করফু দ্বীপে নিয়ে গেছে। নিখোঁজদের উদ্ধারে করফু দ্বীপ এলাকায় এখনো অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।