গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ৪৯০ কোটি টাকার এলএনজি’র চালান দেশে পৌঁছেছে

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৩:৪৭ পূর্বাহ্ণ

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আরও একটি চালান দেশে পৌঁছেছে।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’ সরবরাহকৃত এই কার্গোটি গত ২৮ ডিসেম্বর কঙবাজারের মহেশখালীতে অবস্থিত ‘এঙসিলারেট এনার্জি লিমিটেড’এর ভাসমান টার্মিনালে এসে পৌঁছায়। এই কার্গো এলএনজি আমদানি করতে সরকারকে খরচ করতে হয়েছে ৪৯০ কোটি টাকা। খবর বাসসের।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)-এর উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন। তিনি জানান, বিদায়ী বছরের ২৮ ডিসেম্বর সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’র সরবরাহকৃত এক কার্গো এলএনজি বাংলাদেশে পৌঁছায়। তিনি আরও জানান, আমাদনিকৃত এলএনজি দিয়ে চলতি মাসের প্রাকৃতিক গ্যাসের ঘাটতি মেটানো হবে।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক সারসংক্ষেপ থেকে জানা যায়, ভ্যাট ও ট্যাঙসহ এই কার্গো এলএনজি আমদানিতে সরকারের মোট ব্যয় হয়েছে ৪৮৯ কোটি ৮৮ লাখ ১২ হাজার ২৬২ টাকা। ২০২৫ সালের জন্য স্পট মার্কেট থেকে আমদানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, এটি তার ৪৯তম কার্গো।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দৌরাত্ম্য, গত এক বছরে ৩৪৬ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবহুমাত্রিক ব্যক্তিত্ব চৌধুরী জহুরুল হক বেঁচে থাকবেন নিজের সৃজনশীল কাজে