গ্যাস সরবরাহে চট্টগ্রামে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি

কেজিডিসিএলে ক্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ

| মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:১২ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় মোখার ক্ষয় ক্ষতি কমাতে বিগত দুই দিন ধরে চট্টগ্রাম মহানগরীর বাসাবাড়ি, সিএসজি স্টেশন ও শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। ফলে বাসাবাড়িতে খাবারের সংকট প্রকট হয়ে যায়, খাবার কিনতে হোটেল রেস্তোরাঁয় ভিড় করলেও সেখানেও গ্যাস সরবরাহ না থাকায় অনেককে উপোস থাকতে হয়েছে। কোথাও কোথাও বাড়তি টাকায় কিনতে হয়েছে খাবার। এ সুযোগে এলপিজি গ্যাস সিলিন্ডিারের মূল্যবৃদ্ধি করে ১২শত টাকার সিলিন্ডার ৩ হাজার টাকার, রাইস কুকার, স্টোভ ও কেরেসিনের তেলের দাম আকাশচুম্বি করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গণপরিবহন, সিএনজিও টেক্সিগুলোও বাড়তি টাকা হাতিয়ে নিয়েছে। এ অবস্থায় নগরবাসীর এই দুঃখ দুদর্শা লাঘবে ক্যাব চট্টগ্রামের নেতৃবৃন্দ অবিলম্বে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (কেজিডিসিএল) কর্তৃপক্ষের কাছে গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে। গতকাল সোমবার কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলামের সাথে সাক্ষাত করে গ্রাহকদের উদ্বেগের কথা জানান এবং দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান। এ সময় ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মো. সেলিম জাহাঙ্গীর, মো. জানে আলম, চৌধুরী কে এন রিয়াদ, আবু হানিফ নোমান প্রমুখ উপস্থিত ছিলেন। কেজিডিএল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের মহাব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ রইস উদ্দীন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

কেজিডিসিএল ব্যবস্থা্‌পনা পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম ক্যাব নেতৃবৃন্দকে অতিদ্রুত চট্টগ্রাম নগরে বাসাবাড়িতে ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন।

ক্যাব নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরে এলএনজি নির্ভর গ্যাস সরবরাহ ব্যবস্থার কারণে যে কোনও ভাবে আমদানিতে সংকট হলেই চট্টগ্রামে গ্যাস সংকট প্রকট হয়ে যায়। এ অবস্থায় বিকল্প ব্যবস্থায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ন্যাশনাল গ্রিড থেকে বাখরাবাদ বা দেশীয় মজুত থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানান। পরে ক্যাব নেতৃবৃন্দ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলামকে স্মারকলিপি প্রদান করেন।

কেজিডিসিএল কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি : গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন করার দাবিতে চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয়ের সামনে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের সর্বস্তরের জনগণ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

ষোলশহরস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের ভোগান্তির কথা তুলে ধরেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। চট্টগ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে বিপ্লব পার্থের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সৌরভ প্রিয় পাল, সাজ্জাদ হোসেন জাফর, রাসেল উদ্দিন, সাজ্জাদ হোসেন, মো. ফোরকান, জিয়া উদ্দিন আহমেদ, মো. ফিরোজ, মিঠুন বৈষ্ণব, শরিফুল ইসলাম জুয়েল, মো. রুবেল প্রমুখ। অবস্থান কর্মসূচি থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মাকলিপি দেওয়ার কর্মসূূচি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ১১ জনকে আসামি করে মামলা,গ্রেপ্তার ৪