গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ থানাধীন আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজ রোডে নবনির্মিত গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এই ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম এর সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী, কোষাধ্যক্ষ ডা. মো. আরিফুল আমীন, মোস্তফা হাকিম ওয়েল ফেয়ারের পরিচালক সাইফুল আলম, সাউদার্ন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. হোসাইন আহমেদ। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. মেসবাহ উদ্দিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ তাহের। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মুজিবুল হক খান বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার একটি অন্যতম সমস্যা হল সময়মত মানসম্মত চিকিৎসা। কিন্তু কতিপয় অসাধু ব্যবসায়ীর স্বার্থের কারণে দেশের চিকিৎসা খাত ধ্বংসের মুখে। তাই স্থায়ীয় মানুষের চিকিৎসা সেবা উন্নতির জন্য এই ডায়াগনস্টিক সেন্টার যুগোপযোগী ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারের সাফল্য কামনা করে দোয়া করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচবি উপাচার্যের দুটি বইয়ের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধমানবতার সেবায় রোটারিয়ানরা বিশ্বজুড়ে কাজ করছে