গোয়েন্দা উপগ্রহ এবার হোয়াইট হাউজ পেন্টাগনের ছবি পাঠিয়েছে : উত্তর কোরিয়া

| বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

দশকের পর দশক ধরে বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা উপগ্রহের নজরদারি এবং পর্যবেক্ষণের মধ্যে থাকা উত্তর কোরিয়া নিজেদের প্রথম গোয়েন্দা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে বিশ্বকে এই বার্তা দিয়েছে: এবার আমরাও তোমাদের দেখতে পাচ্ছি। উত্তর কোরিয়ার রাষ্ট্রয়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ গতকাল মঙ্গলবার জানায়, দেশটির নেতা কিম জং উন তাদের গোয়েন্দা উপগ্রহের পাঠানো হোয়াইট হাউজ, পেন্টাগন এবং নরফোক নৌঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর ছবি পর্যবেক্ষণ করেছেন। খবর বিডিনিউজের।

গত সপ্তাহে উত্তর কোরিয়া সফলভাবে তাদের প্রথম নজরদারি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে। যেটির নকশা করাই হয়েছে মূলত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক পদক্ষেপের উপর নজর রাখতে। গোয়েন্দা উপগ্রহটি উৎক্ষেপণের পর থেকে কেসিএনএ নিয়মিত সেটির কার্যক্রমের খবর প্রকাশ করে যাচ্ছে। এর আগে সেটি দক্ষিণ কোরিয়া, গুয়াম, ইতালির বিভিন্ন নগরী এবং সামরিক ঘাঁটিগুলোর ছবি পাঠানোর কথা জানিয়েছে।

এমনকি, উপগ্রহটি যুক্তরাষ্ট্রের রাজধানীর ছবি পাঠিয়েছে বলে এর আগেও দাবি করা হয়েছে। উত্তর কোরিয়াকে লক্ষ্য করে তৈরি করা ওয়েবসাইট এনকে নিউজ এর প্রতিষ্ঠাতা শাদ ও’ক্যারল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে লেখেন, মনে পড়ে (শৈশবে) যখন আপনি সেই খেলনাটিই হাতে পেয়ে গেলেন যেটিকে সবসময় আপনি ক্রিসমাসে চাইতেন, তখন এতটাই উত্তেজিত হয়ে উঠেছিলেন যে আপনি সেটি সম্পর্কে সবাইকে বলেই যেতেন, বলেই যেতেন?

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ছেলে দিপুর টেস্ট অভিষেক
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.৬৮ কোটি টাকা