গেজেট প্রকাশের অপেক্ষায় রাউজানে বিনাভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা

ইউপি নির্বাচন

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

রাউজানে ১৪টি ইউনিয়ন পরিষদে বিনাভোটে নির্বাচিত চেয়ারম্যান মেম্বারগণ এখন সরকারিভাবে গেজেট প্রকাশের অপেক্ষায় আছেন। এই উপজেলার সৌভাগ্যবান ১৪ চেয়ারম্যান, ১২৬ পুরুষ ও ৪২ জন নারী সদস্য স্ব স্ব নির্বাচনী এলাকায় একক প্রার্থী হওয়ায় তারা এই সুযোগ পেয়েছেন। এই উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১১ জন বর্তমান চেয়ারম্যান স্বপদে বহাল থাকলেও কদলপুর, বিনাজুরী ও নোয়াপাড়া আসছেন নতুন তিন চেয়ারম্যান। বর্তমান মেম্বারদের অনেকেই বাদ পড়লেও ওয়ার্ড পর্যায়ে এসেছেন অনেক নতুন মেম্বার। বিনাভোটে নির্বাচিতদের নিয়ে হাটবাজারে নানামুখী আলোচনা থাকলেও অনেকেই মনে করছেন ভোট হলে প্রার্থীর পক্ষ বিপক্ষে মারামারি সংঘর্ষ দেখতে হতো। এই দৃষ্টিকোণ থেকে রাউজানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় সকলেই খুশি। উপজেলা নির্বাচনী কর্মকর্তা অরুন উদয় চাকমা জানিয়েছেন, সর্বশেষ তথ্য অনুসারে ১১ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ছিল। কোনো প্রার্থী প্রত্যাহার না করায় সকলেই বেসরকারিভাবে নির্বাচিত বলে ধরে নেয়া যাবে। তবে সরকারিভাবে ঘোষণা করা হবে ২৮ নভেম্বর। ১৪ ইউনিয়নে ১৪ চেয়ারম্যানের মধ্যে হলদিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়নে আবদুর রহমান চৌধুরী লালু, চিকদাইর ইউনিয়নে প্রিয়োতোষ চৌধুরী, গহিরা ইউনিয়নে নুরুল আবসার বাশি, বিনাজুরী ইউনিয়নে রবিন্দ্রলাল চৌধুরী, রাউজান সদর ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউনিয়নে ব্যাংকার নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, পাহাড়তলী ইউনিয়নে এম.রোকন উদ্দিন, পূর্বগুজরা ইউনিয়নে এম.আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরা ইউনিয়নে সাহাবুদ্দিন আরিফ, উরকিরচর ইউনিয়নে সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়নে বাবুল মিয়া, বাগোয়ান ইউনিয়নে ভুপেশ বড়ুয়া, নোয়াজিশপুর ইউনিয়নে এম.সরোয়ার্দি সিকদার।

পূর্ববর্তী নিবন্ধগণকমিশন কাল চট্টগ্রাম আসবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম অঞ্চলে এক সপ্তাহে তিন হাতির মৃত্যু