গুদামে এলপি গ্যাসের ক্রস ফিলিং

অভিযানে লাখ টাকা জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

 

 

 

চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বশরতনগর এলাকায় একটি গুদামঘরে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করার সময় ১ ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত রবিবার (২৯ মে) রাত সাড়ে ১১টার সময় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বৈলতলী ইউনিয়নের বশরতনগর এলাকায় একটি গুদামঘরে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ক্রস ফিলিং করছিল একটি অসাধু চক্র। এ সংবাদ গোপন সূত্রে পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই গুদাম থেকে ৮০টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। অবৈধ এবং ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করার অপরাধে মাহাবুবুর রহমান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসড়ক নয়, যেন চাষের জমি
পরবর্তী নিবন্ধপুতিনের পরবর্তী লক্ষ্য নিয়ে জল্পনা