গুডবাই রনি

কামালউদ্দিন নীলু | রবিবার , ৩০ মে, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চতুর্দিকে ফিনফিনে কুয়াশার ভেতরে
ছন্দের নিস্তব্ধ গর্জন
কোথা থেকে আসে?
হরেক রকমের পুনরাবৃত্তি,
পুনরাবৃত্তি সমুদ্রের শব্দ,
ঝড়ের শব্দ অবিরাম,
অবিরাম পুনরাবৃত্তি,
ভীষণ রকমের পুনরাবৃত্তি,
অন্যরকমের পুনরাবৃত্তি,
বাতাসের শিসের সঙ্গে মিলেমিশে
বেজে ওঠে আহির ললিত রাগে-
ওঁ মণিপদ্মে হুঁ
ওঁ মণিপদ্মে হুঁ…

নীরবে ঘুমিয়ে সে
স্নানের অপেক্ষায়
পূর্ণিমার জোছনায়।

‘স্বপনের দ্বার খুলেছো
কিছু জানিনি’।
উর্বশী, রম্ভা, মেনকা,
অনেক হয়েছে
আর শব্দ কোরো না-
প্লিজ, শব্দ কোরো না।
ড্রামের শব্দ ছাড়া
গিটার বাজিও না, প্লিজ।
কোরিফিউস, চিৎকারকোরো নাতো।

শ্রোতৃমণ্ডলী, করমর্দনের চেষ্টা করবেন না, প্লিজ
সরুন সবাই, সরে যান।
বিদায় বন্ধু,
প্রিয় বন্ধু, বিদায়।
চিরকাল তুমি থাকবে
আমারই ভেতরে
হৃদয় জুড়ে।
দেখা হবে কোনো একদিন!
গুডবাই, সুব্রত বড়ুয়া রনি।

পূর্ববর্তী নিবন্ধইতিহাসের ক্ষয়িষ্ণু পাঠ
পরবর্তী নিবন্ধইমন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি