গুইমারায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সংগঠক নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির গুইমারায় দুবৃর্ত্তের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অংথোই উপজেলার বুদং পাড়ার কংহ্লাউ মারমার ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, সকালে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ান পাড়া এলাকায় সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ম্যাগজিন, ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
এদিকে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রী, দুই সন্তানসহ এমপি জাফরকে দুদকের নোটিশ
পরবর্তী নিবন্ধনাক-কান-গলা বিভাগে যুক্ত হল অপারেটিং মাইক্রোস্কোপ মেশিন