সারদা সংঘ চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন সম্পাদক, ডা. খাস্তগীর স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা, গার্লগাইডস এসোসিয়শন চট্টগ্রাম সদরের সাবেক স্থানীয় কমিশনার গীতা চক্রবর্তী গত ৬ জানুয়ারি রাত সাড়ে দশটায় পরলোক গমন করেন। সারদা সংঘের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনায় বৈদিক শান্তি মন্ত্র পাঠ, গীতা পাঠসহ বিশেষ প্রার্থনা করা হয়। তিনি দুই পুত্র, দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। পরে বলুয়ারদীঘি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।