গিমাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

| শুক্রবার , ১৩ জানুয়ারি, ২০২৩ at ১১:১৫ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ উপলক্ষে শিক্ষক-ছাত্রদের ২০০ জনের একটি প্রতিনিধি দল গত ১১ জানুয়ারি টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারী হাইস্কুলে ছাত্র-শিক্ষকদের নিয়ে এক সভা করেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই ২০০ কপি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও সকল শিক্ষার্থীরে মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। বক্তব্য রাখেন বাদশা আলম, নেছার আহমদ, নুরুল আলম ভুট্টু, আবদুস ছাত্তার মজুমদার, সুনীল কুমার মন্ডল প্রমুখ। প্রধান অতিথি বলেন, জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের জীবন গড়ে তুলতে হবে। তিনি দেশ গড়ার ব্রত নিয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলন সংগ্রামে শামসুল আলমের অবদান স্মরণীয় হয়ে থাকবে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহত