গাড়ির হর্ন বাজানো নিয়ন্ত্রণ প্রয়োজন

| বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ৯:৪৮ পূর্বাহ্ণ

রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রাস্তায় চলমান গাড়িতে বিকট শব্দে হর্ন বাজতে শোনা যায়। অনেক সময় প্রয়োজনের চেয়ে অকারণেই বেশি হর্ন বাজান চালকরা। অকারণে হর্ন দেওয়াটা চালকদের অভ্যাসে পরিণত হয়েছে। এর ফলে রাজধানীতে তীব্র শব্দদূষণ তৈরি হচ্ছে।

যার কারণে রাস্তায় চলাচলরত পথচারীদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। যার প্রভাবে মানুষের উচ্চ রক্তচাপ, মানসিক ভারসাম্যহীনতা, শিশু ও বয়স্কদের নানা ধরনের সমস্যা সৃষ্টি করে।

শারীরিক ও মানসিক উভয় ভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ অফিস আদালতের সামনে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। যানবাহন চালকদের এ ব্যাপারে সচেতন করতে হবে। কঠোর আইন করতে হবে। আইন অমান্যকারীদের শাস্তির আয়তায় আনতে হবে। তবেই তা প্রতিরোধ করা সম্ভব।

ইসমাইল হোসেন
হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকানাইলাল দত্ত : ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সৈনিক
পরবর্তী নিবন্ধদূর স্মৃতি