‘ওয়ান্ডার উইম্যান’ এর দুটি পর্ব পরিচালনার পর আবারও গাল গেডোটকে নিয়ে কাজ করতে যাচ্ছেন পরিচালক প্যাটি জেনকিন্স। ডেডলাইন ডটকময়ে প্রকাশিত খবর অনুসারে, এবার কোনো সুপার হিরো নয় বরং ইতিহাসের পাতা থেকে মিশরের রানি ক্লিয়োপেট্রাকে আধুনিক সিনেমায় উঠিয়ে নিয়ে আসবেন জেনকিন্স। আর সেই রানির চরিত্রে অভিনয় করবেন ইসরাইলি অভিনেত্রী গাল গেদোত। ছবির চিত্রনাট্য লিখছেন ‘শাটার আইল্যান্ড’ খ্যাত চিত্রনাট্যকার লাইটা ক্যালোগ্রিডিস। খবর বিডিনিউজের।
ইন্সটাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে গেদোত লেখেন, মিশরের রানি ক্লিয়োপেট্রার চরিত্রে অভিনয়ের জন্য জেনকিন্স ও ক্যালোগ্রিডিস আমাকে দলে নিয়েছেন। বড় পর্দায় হয়ত এভাবে আর কখনও এই রানিকে দেখানো হয়নি। নারীর দৃষ্টিতেই ফুটিয়ে তোলা হবে ক্লিয়োপেট্রার চরিত্র। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল’ দিবসে এই ঘোষণা দিতে পেরে আমার নিজেরই আনন্দ হচ্ছে। নীল হৃদের রানিকে নিয়ে ১৯৬৩ সালে নির্মিত হয়েছিল ‘কুইন অফ নাইল’ ছবিটি। যেটাতে ক্লিয়োপেট্রা চরিত্রে রূপ দিয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেইলর। জোসেফ এল মানকিউঝ পরিচালিত ছবিটি চারটি অস্কার জয় করে।