আমিরাবাদে তেলের ভাউচার-মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

আজাদী প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৫:০৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে তেলের ভাউচার ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টায় চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কে ইউনিয়নের রাজঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কঙবাজারমুখী তেলের ভাউচার (চট্টমেট্রো-চ-৪১-০১৭৩) ও বিপরীতমুখী সিমেন্ট বোঝাই ট্রাকের (চট্টমেট্রো-উ-১১-০২৩১) মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গাড়ির সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে রাস্তার দুই পাশে যানজট সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় আটকে পড়া যাত্রীদের। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার পর চালক-সহকারী ঘটনাস্থল ত্যাগ করায় তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন আরফাত জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগাল গেদোত এবার ক্লিয়োপেট্রা
পরবর্তী নিবন্ধসাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল