গার্মেন্টস মেশিনারি পণ্যের প্রদর্শনীতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চলছে তিনদিনব্যাপী গার্মেন্টস মেশিনারি পণ্যের আন্তর্জাতিক ট্রেড শো গার্মেন্টস টেকনোলোজি বাংলাদেশ (জিটিবি)। চতুর্থবারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে গতকাল দ্বিতীয় দিন ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে গার্মেন্টস খাতের উদ্যোক্তারা ঘুরে ঘুরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় স্টল প্রতিনিধিরাও দর্শনার্থীদের সাথে কথা বলে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। প্রদর্শনীতে সকালের দিকে দর্শনার্থী সমাগম অবশ্য খুব বেশি ছিল না। তবে বিকেলের দিকে বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা। প্রদর্শনীর আয়োজকরা জানান, সাধারণত মেলার প্রথম দিন দর্শনার্থী খুব বেশি আসেন না। তবে মূলত দ্বিতীয় এবং শেষ দিনে প্রদর্শনীতে খুব ভিড় থাকে। তবে চট্টগ্রামে এখন পর্যন্ত দর্শনার্থী সমাগম সন্তোষজনক। গতকাল শুক্রবার সরেজমিনে প্রদর্শনী প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, বিভিন্ন গার্মেন্টস কারখানার মেইনটেনেন্স ও সুইং অপারেটররা আধুনিক প্রযুক্তির বিভিন্ন মেশিন সম্পর্কে ধারণা নিচ্ছেন। অনেকে তাৎক্ষণিক কাপড় সেলাই করে দেখছেন মেশিনগুলো দিয়ে কারখানার উৎপাদনশীলতা কি পরিমাণ বাড়ানো যাবে। তবে মেলায় সবচেয়ে বেশি নজর কেড়েছে বেশ কিছু স্বয়ংক্রিয় মেশিন। অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিনগুলো দিয়ে অনেক কর্মঘণ্টা সাশ্রয় হওয়ার পাশপাশি শ্রমিকের সংখ্যা কমাতেও সাহায্য করবে।

প্রদর্শনীতে জ্যাক ব্র্যান্ডের স্টল প্রতিনিধি জানান, চলতি প্রদর্শনীতে যসব মেশিনারি নিয়ে এসেছি, সেগুলোতে ব্যাপক সাড়া পাচ্ছি। মেশিন আগের মত থাকলেও কিছু মেশিনের সাথে আমরা বাড়তি সুবিধা যোগ করা হয়েছে। এসব মেশিনের মাধ্যমে কাজও খুব সহজে করা যাবে। কয়েকজন দর্শনার্থী জানান, গার্মেন্টস কারখানার জন্য অনেক আধুনিক প্রযুক্তির নিত্য নতুন মডেলের মেশিনারির স্টল এসেছে এখানে। এসব মেশিন কারখানার উৎপাদনশীলতা কয়েকগুণ বাড়াবে। প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া দৈনিক আজাদীকে বলেন, প্রদর্শনীর প্রথম দিন দর্শনার্থী কিছুটা কম ছিল। তবে আজ (গতকাল) দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিলো। তবে আশা করি আগামীকাল (আজ) শেষ দিনে দর্শনার্থী সমাগম আরো বাড়বে।

পূর্ববর্তী নিবন্ধএক টাকায় বৃক্ষরোপণ ও জয় তারুণ্যের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধনিপুণকে সাধারণ সম্পাদক বলায় ক্ষিপ্ত জায়েদ খান