গান গাওয়া ছেড়ে দিচ্ছেন আগুন!

| সোমবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

পর্দায় সালমান শাহর কণ্ঠ মানেই নেপথ্যে আগুন। আগুন আর সালমান শাহ যেন এক অবিচ্ছেদ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার গানের মধ্য দিয়ে শুরু হয়েছিল যে যাত্রা।

আগুনের ‘বাবা বলে ছেলে নাম করবে’ এবং ‘ও আমার বন্ধু গো…’ গান মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। বাবা খান আতা পরিচালিত ‘এখন অনেক রাত’ সিনেমার নায়কও হয়েছিলেন আগুন

দেশের গণমাধ্যমে সম্প্রতি খবর হয় আগুন গান ছেড়ে ব্যস্ত মাছের খামারে।  গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আগুন জানিয়েছেন, ‘গানঅভিনয় নয়, এখন মৎস্য খামার নিয়ে ব্যস্ততা বলতে পারেন। আগে কাজটি গুছিয়ে নিই। তারপর সব হবে।’

আগুন এরকম একটি খবরের স্ক্রিনশট প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, গান গাওয়া নাকি হারাম। আজ থেকে হারাম গান গাওয়া ছেড়ে দিলাম।  অবশ্য আগুনের সেসকল কথা অসলগ্ন মনে হচ্ছিল নেটিজেনদের।

একজন গান না ছাড়ার অনুরোধ করে লিখেছেন, বন্ধু গানটা ছাড়িস না। গান ছাড়া তোকে মানাবে না। সাথে যদি খামারটা থাকে তবে মন্দ কি? তোর গানের গভীর গহীন শ্রোতা আমি। আমার মত লক্ষ মানুষকে হতাশ করিস না দোস্ত। অনেক অনেক শুভ কামনা রইল।


পূর্ববর্তী নিবন্ধমা পরীর ছয় মাস পূর্ণ
পরবর্তী নিবন্ধটিপুর গানে বাচ্চু বন্দনা