বেশ কয়েকদিন যাবৎ ফেসবুক জুড়ে গাছ লাগিয়ে রেকর্ড করার একটা কথা ছড়িয়েছে দেখলাম। শুধু ছড়াচ্ছে, শুধু ভাইরাল হচ্ছে। যে গরম পড়ছে, যেভাবে তাপমাত্রা বাড়ছে। ছড়ানো, রেকর্ড এসব পরে করে আগে এক–দুইটা গাছ লাগানো দিয়েও তো শুরু করা যেতে পারে। গাছ লাগানো হচ্ছে এরকম ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ুক। এরপর একজনের দেখাদেখিতে অন্যরা গাছ লাগাবেন। অন্তত, লাইক, কমেন্ট, শেয়ারের জায়গা থেকে হলেও ছড়িয়ে যাক। কিন্তু, রেকর্ডের জন্য গাছ লাগাবো এমনটা না হোক। বৈশ্বিক উষ্ণতা, তাপমাত্রা বৃদ্ধিসহ বৃক্ষরোপণের প্রকৃত সংজ্ঞা ও প্রয়োজনীয়তার দিক থেকে বৃক্ষরোপণ করা হোক। এক, দুইটা করে হলেও শুরু হোক। আর সেই সাথে বৃক্ষরোপণ করেই আমাদের কার্যক্রম সীমাবদ্ধ না থাকুক। যে বৃক্ষটা রোপণ করা হলো তার সামনেই শপথ নেয়া হোক, আগামী একশো বছর বা তারও বেশি সময় এই বৃক্ষে কর্তনের জন্য হাত দেয়া হবে না। বৃক্ষের প্রয়োজনীয়তা উপলব্ধি করে বৃক্ষ রোপণের সাথে সাথে বৃক্ষ নিধন কার্যক্রমকেও অত্যন্ত কঠোরভাবে নিরুৎসাহিত করা হোক। অন্যথায় দেখা যাবে, বৃক্ষরোপণ করা হলো ভাইরাল হবার জন্য বা রেকর্ডের জন্য, এরপর রের্কড বা ভাইরালের কাজ শেষ হলে বৃক্ষ নিধনে নামবে একদল। তাই, বৃক্ষরোপণ হোক বৃক্ষের প্রয়োজনীয়তা উপলব্ধি করে, সাথে বৃক্ষ নিধন কার্যক্রমকে নিরুৎসাহিত করার জন্যও আমাদের শপথ নেয়া উচিত।