মহামারী করোনায় দাফন-কাফন ও সৎকার কাজে নিয়োজিত গাউছিয়া কমিটি বাংলাদেশ করোনা টিমকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগং। গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন মো. আবু নাসের রনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শামসুদ্দিন সিদ্দিকী।
এছাড়া উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, ইভুলেশন কমিটির চেয়ারম্যান লায়ন তপন কান্তি দত্ত, রিজিওন চেয়ারপার্সন লায়ন মোসলেহ উদ্দিন খান, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, সহসভাপতি লায়ন আবদুর রব শাহিন, লায়ন সোহেল খান, ক্লাব সেক্রেটারি লায়ন শহিদুল ইসলাম টিটু, জয়েন্ট ট্রেজারার লায়ন নাজমুল সাকের, গাউছিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, মোহাম্মদ আব্দুল্লাহ, লিও ক্লাব সেক্রেটারি লিও মুনতাসীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।