জোনাক পোকা থোকা থোকা
উড়ে ঝোপের মাঝে
আঁধার রাতে গ্রামটা যেন
ঝাড়বাতিতে সাজে।
ঝাঁকে ঝাঁকে শিয়াল ডাকে
বাড়ির আশেপাশে
গভীর রাতে ঘুম ভেঙে তাই
ছোট্ট শিশু হাসে।
হুতোম পেঁচা, ভুতুম পেঁচা
লক্ষী পেঁচা ডাকে
ঘরের চালে গাছের ডালে
বসে পাতার ফাঁকে।
সুরের লহর ছড়ায় বহর
ঝিঝি পোকার দল
থমকে দাঁড়ায় গাঁয়ের বুকে
রাতের কোলাহল।
জোছনা রাতে চাঁদের সাথে
হাসে নদীর জল
নদীর বুকে চালায় মাঝি
নৌকা ছল–ছল।









