গরিব, দুস্থ ও অসহায়দের পাশে সাবেক মেয়র মনজুর আলম

| শনিবার , ৬ মে, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, অসহায়, দুস্থ ও গরীব মানুষগুলো আল্লাহর নিকট প্রিয়। আল্লাহ তাদের দোয়া কবুল করেন। আমরা সেইসব গরিব মানুষদের খেদমত করতে পেরে গর্ববোধ করি। কারণ এদের খেদমতের নির্দেশ স্বয়ং আল্লাহতায়ালা দিয়েছেন। গতকাল বাদে জুম্মা এইচ এম ভবন অডিটরিয়ামে গরীব, দুস্থ ও অসহায়দের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এ সেবাধর্মী কর্মসূচিতে প্রায় ২ হাজার গরীব, দুঃস্থ ও অসহায় মানুষ উপস্থিত ছিলেন। অত্র ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও অনুদান প্রদান কর্মসূচিতে মোস্তফা হাকিম শিল্প গ্রুপের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ সাহিদুল আলম সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন জায়ান আবদুল্লাহ মনজুর, নায়েফ আবদুল্লাহ মনজুর ও সোহাম আবদুল্লাহ মনজুর। মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ছৈয়দ ইউনুচ রজভী। পরে উপস্থিত দুস্থদের মাঝে চাল ও অনুদান তুলে দেন সাবেক মেয়রের শিশু নাতি জায়ান, নায়েফ ও সোহাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শ্রমিক লীগের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধরাউজানে বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ফজলে করিম এমপি