গরিবদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করলেন সিভিল সার্জন

| শুক্রবার , ৩০ এপ্রিল, ২০২১ at ৮:১৩ পূর্বাহ্ণ

মহামারী করোনা পরিস্থিতিতে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল)-এর সমাপনী উপলক্ষে সভা ও র‌্যালির পরিবর্তে গত বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে নগরীর গরীব ও অসহায় মানুষের মাঝে পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি খাবার সামগ্রী বিতরণ করেন। পুষ্টিকর খাবারের মধ্যে ছিল-চাল, ছোলা, খেজুর, সেমাই, সোয়াবিন তেল, পিঁয়াজ ও লবণ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, মেডিকেল অফিসার (কো-অর্ডিনেশন) ডা. রুমি দাশ, মেডিকেল অফিসার ডা. নওশাদ খান, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া, সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী সাহেদুল ইসলাম, সিএটু সিভিল সার্জন মফিজুল আলম, জেলা স্টোর ইনচার্জ জাহেদুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর প্রবীর মিত্র, স্যানিটারী ইন্সপেক্টর টিটু পাল, প্রোগ্রাম অর্গানাইজার গাজী মোঃ নূর হোসেন প্রমুখ। জাতীয় পুষ্টি সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযান্ত্রিক মেশিনে পাকা ধান কাটলেন ফজলে করিম
পরবর্তী নিবন্ধব্যবসা বান্ধব নগরী গড়তে সমন্বিত প্রচেষ্টা জরুরি