গভীর রাতে নগর আ.লীগ অফিসে ইট-পাটকেল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ৬:০৫ পূর্বাহ্ণ

দারুল ফজল মার্কেটের পশ্চিমে নালার ওপর ৬টি অবৈধ দোকান উচ্ছেদে ডিসির কাছে চিঠি দেয়াকে কেন্দ্র করে গভীর রাতে মহানগর আওয়ামী লীগের অফিসে ইট-পাটকেল নিক্ষেপ করেছে অবৈধ দখলদাররা। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রমিকলীগের নেতাকর্মীরা। এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগ অফিসের কর্মকর্তা আমির হোসেন রাত ১টায় আজাদীকে জানান, রাত সাড়ে ১২টার দিকে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানদাররা সংঘবদ্ধ হয়ে একশ থেকে দেড়শ লোক নিয়ে আওয়ামী লীগ অফিসে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। তারা সকলেই বিএনপি জামাতের লোক। দলীয় কার্যালয়ের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদের জন্য মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ডিসির কাছে চিঠি দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে অবৈধ দখলদাররা সংঘবদ্ধ হয়ে গভীর রাতে দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুককে জানিয়েছি।
এদিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় রিয়াজুদ্দিন বাজার শ্রমিক লীগের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে মহানগর শ্রমিক লীগ নেতৃবৃন্দকে জানালে আবুল হোসেন আবু, কোতোয়ালী থানা শ্রমিক লীগের তোফাজ্জল হোসেন জিকো, রিয়াজউদ্দিন বাজার দোকান কর্মচারী লীগের বখতিয়ার উদ্দিন, সালাউদ্দিন এবং হকার্স লীগের হারুনুর রশিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসরকারকে টেনে নামাতে গিয়ে রশি ছিঁড়ে পড়েছে বিএনপি : তথ্যমন্ত্রী