গভীর নলকূপ বসিয়ে অবৈধ পানির লাইন

ফয়’স লেকে ২০ সংযোগ বিচ্ছিন্ন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

নগরীর ফয়’স লেকের লেক ভিউ আবাসিক এলাকায় গভীর নলকূপ বসিয়ে অবৈধভাবে পানির লাইন টানার অভিযোগে ২০টি সংযোগ কেটে দিয়েছে ওয়াসা। এসময় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন আইনে তিনটি গভীর নলকূপের মালিককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বেলা ১২টায় ওয়াসার ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন।
ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা বলেন, লেক ভিউ আবাসিক এলাকা ও পাহাড়ের আশপাশে কয়েকটি গভীর নলকূপ বসানোর খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। তিনটি গভীর নলকূপ থেকে প্রায় ২০টি লাইন বিচ্ছিন্ন করেছি। অভিযানে একটি বাসা থেকে অবৈধভাবে কার্ডের মাধ্যমে পানি বিক্রি করার কিছু কার্ডও খুঁজে পেয়েছি। কিন্তু আমরা যাওয়ার আগে সে পালিয়ে গেছে। সংঘবদ্ধ একটি চক্র গভীর নলকূপ থেকে পুরো এলাকায় কার্ডের মাধ্যমে পানি বিক্রি করে আসছিল। আজকের অভিযানের মাধ্যমে একটা মেসেজ দিয়েছি, অবৈধভাবে ব্যবসা করা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধবাসযাত্রী থেকে লাখ টাকা নিয়ে পালানোর চেষ্টা
পরবর্তী নিবন্ধসংগঠন নিয়ে বিভক্ত চসিক কর্মকর্তারা