গবেষণা-প্রবন্ধের জন্য একটি বৃক্ষ চমৎকার উদাহরণ

প্রিমিয়ার ভার্সিটির সেমিনারে বক্তারা

| শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৮:১৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘রিসার্চ ট্রেইনিং প্রোগ্রাম : আর্টিকেল রাইটিং স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত সেমিনারে রিসোর্চ পার্সন ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম। সেমিনারে সভাপতিত্ব করেন প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ। উপস্থিত ছিলেন ভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক। প্রফেসর ড. মোহীত উল আলম তাঁর পরিচালিত সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ে ভালো গবেষক তৈরি করার জন্য গবেষণা-পদ্ধতি, গবেষণার সামগ্রিক মান উন্নয়ন ও গবেষণার ধরন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রবন্ধ লেখার নানা কৌশল বর্ণনা করে তিনি বলেন, কোনো বিষয়ে ভালো গবেষণা-প্রবন্ধ লিখতে হলে আত্মবিশ্বাস, চাপমুক্ত মন, কঠোর পরিশ্রম, সময় প্রভৃতির দরকার হয়। এভাবে লেখা প্রবন্ধের জন্য একটি বৃক্ষ চমৎকার উদাহরণ হতে পারে। বীজ থেকে কাণ্ড ও শাখা-প্রশাখা বিস্তার করে একটি বৃক্ষ পরিপূর্ণতা লাভ করে। গবেষণা-প্রবন্ধও বিষয় ও ভাবনা থেকে ধীরে ধীরে বড়ো আকারে রূপ নেয়। ড. মোহীত উল আলম ‘বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো গবেষক অপরিহার্য’ উল্লেখ করে বলেন, মানবসম্পদের উন্নয়নের জন্য ভালো গবেষণার যেমন বিকল্প নেই, বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্যও ভালো গবেষকের বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজার ওয়ার্ডে মশক নিধন অভিযান উদ্বোধন
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটিতে ইংরেজি ভাষায় শিক্ষা-গবেষণা বিষয়ক সেমিনার