গতকালও অনুশীলন করেনি সাকিব

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

গত সোমবার দেশে ফিরেছেন সাকিব আল হাসান। কিন্তু দেশে ফিরলেও নানা কাজে ব্যস্ত হয়ে পড়েন। ফলে অনুশীলনে নামা হয়নি। তাই প্রত্যাশা ছিল গতকাল বৃহস্পতিবার মাঠে নামবেন বাংলাদেশ দলের অধিনায়ক। সেটাও হলোনা। গতকালও অনুশীলন করেননি সাকিব। যদিও তাকে গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দেখা গেছে। কিন্তু মাঠে নামতে দেখা যায়নি। জাতীয় দলের ক্যাম্প চলছে সপ্তাহ দুয়েক হতে চলল। এর আগে হয়েছে জাতীয় ক্রিকেটারদের অনুশীলন। কিন্তু এই সময়ের কোনোটিতেই ছিলেন না সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল লিগ থেকে লঙ্কা প্রিমিয়ার লিগ হয়ে গত সোমবার রাতে দেশে ফিরেছিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সকালেই মিরপুরে আসেন সাকিব। সকালে কয়েকজন ক্রিকেটারের ও বোর্ড কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেছেন বলেও গুঞ্জন রয়েছে। বিকেলে আলাদা অনুষ্ঠান থাকায় আর অনুশীলনে নামেননি সাকিব। সাকিব না নামলেও অনুশীলনে ম্যাচের আবহে প্রস্তুতি নিয়েছে দলের বাকি সদস্যরা। যদিও বৃষ্টি কারণে দুপুর দুইটার বদলে সে ম্যাচটি শুরু হয়েছে বিকেল চারটায়। যেখানে এশিয়া কাপের স্কোয়াডের বাইরের কয়েকজন ক্রিকেটারও ছিলেন। সৌম্য সরকারকেও দেখা গেছে মূল দলের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে। ওয়ার্ম আপের সময় স্পিনারদের সঙ্গে ছোট রান আপেও বল করতে দেখা যায় তাকে। শুরুতে স্পিনারদের নিয়ে আলাদা অনুশীলন করেছেন রঙ্গনা হেরাথ। এরপর ম্যাচ আবহে অনুশীলনে নামেন ক্রিকেটাররা।

আগামীকাল শ্রীলংকার উদ্দেশে ঢাকা ত্যগ করবে বাংলাদেশ দল। সে হিসেবে আর অনুশীলন করা হবেনা সাকিবের। তারপরও যেহেতু লম্বা সময় ধরে ক্রিকেটের মধ্যেই ছিলেন সাকিব তাই অনুশীলন না করতে পারায় তেমন প্রভাব পড়বেনা বলে মনে করছেন অনেকে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে ৩০ আগস্ট পাকিস্তান এবং নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটি খেলতে নামবে ৩১ আগস্ট শ্রীলংকার বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধইছাখালি টাইগার ক্লাব সেমিতে
পরবর্তী নিবন্ধচুমু কাণ্ডে স্প্যানিশ ফুটবল প্রধানের শাস্তি দাবি