গণ্ডামারায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বেজা চেয়ারম্যান

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ এপ্রিল, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

গণ্ডামারায় প্রস্তাবিত বাঁশখালী বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের (১ও ২) স্থান পরিদর্শন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। গতকাল বুধবার সকালে গণ্ডামারা এলাকার এস আলম গ্রুপ প্রস্তাবিত বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক, এস এস পাওয়ার প্ল্যান্টের ডাইরেক্টর মো. বেলাল আহমদ, এস এস পাওয়ার প্ল্যান্টের ডাইরেক্টর এহছানুল আলম, এস আলম গ্রুপের নীতি-নির্ধারক আশরাফুল আলম, নির্বাহী পরিচালক (অর্থ) সুব্রত কুমার ভৌমিক, ভূসম্পদ বিভাগের প্রধান মোস্তান বিল্লাহ আদিল, এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়কারী ফারুক আহমদ, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন, গন্ডামারা ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী প্রমুখ। পরিদর্শনকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বাঁশখালী উপকূলীয় এলাকা অর্থনৈতিক অঞ্চলের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ এলাকায় পরিপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হলে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি প্রস্তাবিত বেসরকারি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধ৪ ঘণ্টা গ্যাস বন্ধে অনেক কারখানা মারাত্মক অসুবিধার সম্মুখীন হবে
পরবর্তী নিবন্ধএ বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন