চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ গণিত সমিতির সহযোগিতায় গণিত এবং এর প্রয়োগ শীর্ষক এক ওয়েবইনার গতকাল শনিবার অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. নুরুল আলম খান। ওয়েবইনারে তিনটি সেশনে প্যানেল স্পিকার হিসেবে বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলিম, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলী বিশ্বাস এবং চুয়েটের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম হাফেজ অংশ নেন। ওয়েবইনার পরিচালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান চৌধুরী। প্রধান অতিথি বলেন, আমাদের ছেলেমেয়েদের কাছে ছোটবেলা থেকে গণিত একটা ভীতিকর বিষয়। কিন্তু গণিত আসলেই একটা মজার বিষয়। গণিতের উন্নতির সাথে সাথে মানব সভ্যতার উন্নতি হয়েছে। জীবনকে নিয়মমাফিক পরিচালনার জন্য ন্যুনতম গণিতের জ্ঞান অপরিহার্য। আমাদের প্রকৌশল বিদ্যায়ও গণিতের অবদান অনস্বীকার্য। পৃথিবীব্যাপী প্রকৌশলীদের বাস্তব জীবনের সমস্যাগুলোর সমাধানে মুখোমুখি হতে হয়। সমস্যার প্রযুক্তিগত সমাধানে যে যুক্তি ব্যবহৃত হয় তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অর্জন সম্ভব। গণিতের চর্চা মানুষের বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়। গাণিতিক যুক্তি ব্যবহার করে প্রকৌশলীরা সহজেই প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীর চ্যালেঞ্জগুলোকে মোকাবেলার মাধ্যমে জীবনকে সহজ করে তুলেছে। অনুষ্ঠানে চুয়েটের গণিত বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক অধ্যাপক ড. মো. শওকত আলী ও চবি গণিত অ্যালামনাই সম্পাদক রেজাউল করিম স্বপন। সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত অ্যালামনাই এসোসিয়েশন। প্রেস বিজ্ঞপ্তি।