গণহত্যা দিবসে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ

আজাদী ডেস্ক | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, মোমবাতি প্রজ্বলন, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিদের কবিতা পাঠ, গণসংগীত ও নৃত্য আয়োজনের মাধ্যমে ২৫ মার্চ কালো রাতে গণহত্যার শিকার শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে।
সিটি মেয়র : সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ৭১সালের ২৫ মার্চ কালোরাতে নিরস্ত্র বাঙালি জাতির উপর যে গণহত্যা চলেছিলো তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। গতকাল শুক্রবার পাহাড়তলী জাকির হোসেন রোডস্থ বধ্যমূমিতে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণকালে তিনি একথা বলেন। এছাড়াও ২৫ মার্চ কালোরাতে শহীদদের রুহের মাগফেরাত কামনায় সিটি কর্পোরেশনের টাইগারপাসস্থ অস্থায়ী ভবনের সম্মেলন কক্ষে খতমে কোরআন, দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, ওয়াসিম উদ্দিন চৌধুরী, ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, অধ্যাপক মো. ইসমাইল, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, অতি. প্রধান প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন চসিক মাদ্রাসা পরির্দশক মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।
চবি : গণহত্যা দিবস স্মরণে ২৫ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন। গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে চবি রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, আবাসিক হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, গণহত্যা দিবস পালন করেছে রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ হল রুমে ও উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। আ.লীগের সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি কাজী আবদুল ওহাব। প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। আলোচনায় অংশগ্রহন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, ইউছুপ খান, সাধন পালিত, অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, শাহ আলম চৌধুরী, কাউন্সিলর বশির উদ্দিন খান, এডভোকেট সমীর দাশ গুপ্ত, আলমগীর আলী, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আলম, জসিম উদ্দিন, হাসান মোহাম্মদ রাসেল, আবু সালেক, জিল্লুর রহমান মাসুদ প্রমুখ।
সাতকানিয়া উপজেলা : সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস কালো রাত্রিতে বীর শহীদদের স্মরণে সাতকানিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতী প্রজ্বালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি, সহকারী কমিশনার (ভূমি) সজীব কুমার রুদ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী, সাতকানিয়া থানার ওসি আব্দুল হান্নান প্রমুখ।
বোধন আবৃত্তি পরিষদ : জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে ২৫ মার্চ চেরাগী চত্বরে প্রদীপ প্রজ্বালন, কথামালা, আবৃত্তি, কবিদের কবিতা পাঠ, গণসংগীত ও নৃত্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বোধন সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আবৃত্তিশিল্পী শিমুল নন্দী। কথামালায় অংশ নেন এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মো. ইউনুস, এডভোকেট সুভাষ বরণ চক্রবর্তী, কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল এবং সাংবাদিক বেলায়েত হোসেন। বোধনের বড়দের বিভাগ ও শিশু বিভাগের পরিবেশনায় বৃন্দ আবৃত্তি পরিবেশিত হয়। গণ-সংগীত পরিবেশন করে উদীচী চট্টগ্রাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বোধনের আবৃত্তিশিল্পী অসীম দাশ এবং পৃথুলা চৌধুরী।
খেলাঘর : খেলাঘর চট্টগ্রাম মহানগর আয়োজিত ভয়াল ২৫শে মার্চ গণহত্যা দিবস স্মরণে বৌদ্ধ মন্দির সড়কস্থ খেলাঘর মহানগর কার্যালয়ের সম্মুখে গতকাল প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আশীষ ধর, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা রোজী সেন, দেবাশীষ রায়, চন্দন পাল, বিশ্বজিৎ বসু, ইকবাল হোসেন, পার্থ প্রতীম নাহা, এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, শরণ বড়ুয়া, আবু হাসনাত চৌধুরী, জয়ন্ত রাহা, শ্যামল লোধ, প্রীথিশ বড়ুয়া শুভ, মো: রাশেদুল ইসলাম, বাবলু দাশ, জালাল উদ্দিন, কাজী মো: সোহরাব উদ্দিন, মো: রুবেল, আজিজুল হাকিম ইমরান, জামশেদ।
বোধন : জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম নগরীর জামালখান মোড় সংলগ্ন ডা. খাস্তগীর স্কুল সন্মুখে আয়োজন করেছে জাতীয় গণহত্যা দিবসে ভয়াল কালরাত্রি স্মরণ অনুষ্ঠান। সন্ধ্যায় জাতীয় গণহত্যা দিবস ও ভয়াল কালরাত্রি স্মরণে ছিল প্রদীপ প্রজ্বালন। এরপর বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সহ সভাপতি আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বোধনের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। এ দিবসের তাৎপর্যতা তুলে ধরেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী, বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আবু মোহাম্মদ হাশেম, শিক্ষাবিদ শামসুদ্দীন শিশির, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, অধ্যাপক ও কবি হোসাইন কবির, অধ্যাপক ও কবি মুজিব রহমান, এড. মুজিবুল হক, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের সহ সভাপতি সুনীল ধর, প্রণবেশ চক্রবর্তী, আবৃত্তিশিল্পী দিলরুবা খানম, আবৃত্তিশিল্পী সেলিম রেজা সাগর। একক আবৃত্তি পরিবেশনায় বাঙালির ইতিহাসের কালিমালিপ্ত নারকীয় দিনগুলো তুলে ধরেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য সেলিম রেজা সাগর।
চান্দগাঁও থানা যুবলীগ : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে স্বাধীনতা পার্কে রাত ৭ টার সময় চান্দগাঁও ওয়ার্ড যুবলীগ সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোহাম্মদ ওয়াহিদুল আলম ওয়াহিদের সঞ্চালনায় মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠান পালন করা হয়। মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা কে এম শহিদুল্লাহ কাওসার, যুবলীগ নেতা রাশেদ খাঁন মেনন, আবু বকর চৌধুরী, খোরশেদ আলম, আরিফ হাসান, তাজুল ইসলাম, শহিদুল ইসলাম, মোহাম্মদ ফজল, মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ এহসান, মোহাম্মদ জাহেদ হোসেন, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ সাখাওয়াত, মোহাম্মদ ফরহাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর আত্মত্যাগ ও মহান স্বাধীনতা
পরবর্তী নিবন্ধমিলন চক্রবর্তী