বাংলাদেশের উপর শকুনের আগ্রাসী কুদৃষ্টি পড়েছে বলে মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, বিএনপি নির্বাচন চায় না। শুধু ক্ষমতা চায়। এজন্য তারা বিদেশে লক্ষ কোটি ডলার বিনিয়োগ করে শকুন রূপি লবিস্ট নিয়োগ করেছে। এ কারণে ইদানিং বাংলাদেশে বিদেশিদের ঘন ঘন আনাগোনা বেড়ে গেছে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম–১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে নগরীর লালখান বাজার ওয়ার্ডে গণসংযোগকালে একথা বলেন আমিনুল ইসলাম আমিন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নির্বাচন হবেই এবং সংবিধান সম্মতভাবে। বিএনপি চায় তাদের পছন্দ ও ছক অনুযায়ী নির্বাচন হোক। এটা তাদের কল্পনা প্রসূত স্বপ্ন। বাস্তবতা হচ্ছে বিএনপি নির্বাচনে প্রশ্নবিদ্ধ করার জন্য নেতিবাচক পথে এগুচ্ছে। এজন্যই তারা নির্জলা মিথ্যাচার করে বিদেশের কাছে করুণা প্রার্থী হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, বেলাল আহমদ, মমিনুল হক, সিদ্দিক আহমদ, দিদারুল আলম মাসুম, ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা আঞ্জু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।