বিএনপির গণমিছিলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। এসময় তাকে দ্রুত সরিয়ে নেয়া হয়। গতকাল শনিবার দুপুরে নগরীর ওয়াসা মোড় থেকে তিন পুলের মাথা পর্যন্ত এ মিছিল হয়েছে।
বিএনপির অঙ্গসংগঠন জাসাস এর কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, অতিরিক্ত ভিড়ের কারণে স্যার (মীর নাছির) সামান্য অসুস্থ হয়ে পড়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সুস্থ আছেন। তবে চিকিৎসক তাকে ২/৩ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের শুরুতে ট্রাককে ভ্রাম্যমাণ মঞ্চ বানিয়ে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মীর মোহাম্মদ নাছিরসহ নেতৃবৃন্দ। পরে ট্রাক থেকে নেমে মিছিল করার সময় অসুস্থবোধ করেন মীর নাছির। এসময় তিনি বসে পড়েন। পরে কয়েকজন কর্মী তাকে ধরাধরি করে সড়কের
একপাশে নিয়ে যান। মিছিল চলে গেলে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়।