চকবাজার থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জানুয়ারি নগরীর চকবাজার অলি খাঁ মোড়ে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে শহীদ হাদির ইনসাফ প্রতিষ্ঠার পথ সুগম হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার জন্য অপেক্ষা করছে। এই গণভোট সেই প্রত্যাশা বাস্তবায়নের একটি ঐতিহাসিক সুযোগ।
চকবাজার থানা জামায়াতের আমির আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে গণসংযোগ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক প্রমুখ। বক্তব্য দেন, চকবাজার থানা নায়েবে আমির আব্দুল হান্নান, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, মোহাম্মদ ইলিয়াছ, মাওলানা খালেদ জামাল প্রমুখ। গণসংযোগকালে তারা লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন।
বাকলিয়া থানা জামায়াত : চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ সপ্তাহ উপলক্ষে বাকলিয়া ১৯ নম্বর চাকতাই নতুন মসজিদ সংলগ্ন এলাকায় গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
বাকলিয়া থানা জামায়াতের আমির সুলতান আহমদের সভাপতিত্বে গণসংযোগ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












