গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করে নতুন বাংলাদেশ গঠন নিশ্চিত করতে হবে

ফটিকছড়িতে প্রতিনিধি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৮:০৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা ইউনিয়ন ও পৌরসভা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, দেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিনের জুলুম, দুর্নীতি ও অবিচারের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’এর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করার মাধ্যমেই নতুন বাংলাদেশ গঠন নিশ্চিত করা সম্ভব। যেখানে থাকবে আইনের শাসন, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। জনগণের ভোটের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। জামায়াতে ইসলামী উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী, মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররাম মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদে মেরাজুন্নবী (সা.) উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কর আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া মাহফিল