গণপিটুনির নামে মানবাধিকার বিরোধী মব জাস্টিস বন্ধ করা হোক

| শনিবার , ৩ মে, ২০২৫ at ৬:৫৯ পূর্বাহ্ণ

বর্তমানে সমাজে এক উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে মতভেদ বা সন্দেহের কারণে লোকসমাজ মব তৈরি করে বিচার নিজের হাতে তুলে নিচ্ছে। গণপিটুনির নামে বহু নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন, যা স্পষ্টতই মানবাধিকারের চরম লঙ্ঘন। সম্প্রতি গাজীপুরে মাওলানা রইস উদ্দিনের নির্মম হত্যাকাণ্ড এ বাস্তবতার নির্মম উদাহরণ। মতাদর্শগত বিরোধের জেরে একটি গ্রুপ তাঁকে বেআইনিভাবে আটক করে নির্যাতন চালায় এবং গুরুতর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দেয়। যথাযথ চিকিৎসার অভাবে কারাগারে তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনায় শুধু মবই নয়, সংশ্লিষ্ট প্রশাসনের গাফিলতিও প্রশ্নবিদ্ধ। মব ন্যায়বিচার দিতে পারে না এটি কেবল নৈরাজ্য ও মানবাধিকারের অবমাননা সৃষ্টি করে। তাই মব গঠনের মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়া ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতা রোধে কঠোর নজরদারি প্রয়োজন। সরকার ও সমাজকে এখনই সচেতন হতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় গণপিটুনি বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

তানভীর আহমদ রাহী

শিক্ষার্থী : অনার্স প্রথম বর্ষ

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ