প্রতিদিনের ব্যস্তময় জীবনে আমরা বিভিন্ন গণপরিবহনে যাতায়াত করি দূরের অথবা স্বল্প দূরত্বের গন্তব্যে পৌঁছানোর জন্য। এসব পরিবহনের মধ্যে সিটি সার্ভিস বাস, লেগুনা, টেম্পো দূরপাল্লার বাস ইত্যাদি উল্লেখযোগ্য। প্রায়ই এসব গণপরিবহনগুলোকে ঘিরে বিভিন্ন অপ্রীতিকর এবং ভয়ানক ঘটনার খবর দেখা যায় টেলিভিশন ও পত্র-পত্রিকার পাতায়। এইধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা গণপরিবহনে নারীদের সহ সাধারণ যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের ক্ষেত্রে ভীতি এবং অনিরাপত্তার সঞ্চার করে। বিপদগ্রস্ত যাত্রীরা অনেক সময় সরকারি জরুরি পরিষেবা কেন্দ্রে ফোন করলেও পরিবহনের নম্বর বলতে না পারার কারণে আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিত কর্মীদের অপরাধী পরিবাহনটি খুঁজে পেতে বিলম্ব হয়। এক্ষেত্রে পরিবহন নম্বর যদি পরিবহনের অভ্যন্তরে লেখা থাকে তাহলে বিপদগ্রস্ত যাত্রী সহজেই জরুরি পরিষেবা কেন্দ্রে পরিবহনের নম্বর বলে দিতে পারবেন আর আইন-শৃঙ্খলা বাহিনীও খুব সহজে অপরাধী গাড়িটি খুঁজে বের করে ফেলতে পারবেন। তাই যাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবহনের ভেতরেও পরিবহন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করা হোক।
শেখ রফিকউজ্জামান
শিক্ষার্থী, রাজনীতিবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়