ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এর উদ্যোগে গতকাল বুধবার জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। বিশেষ আলোচক ছিলেন ইউএসটিসির উপ–উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম. মহিউদ্দিন চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. নুরুল আবছার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়াসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানবৃন্দসহ সকল শিক্ষকমন্ডলী।
বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি ড. মাইকেল দত্ত, ড. শুভ্র প্রকাশ দত্ত, ড. মো. সাহাবউদ্দীন, মো. আব্দুল মোতালেব ভুইঁয়া, দিলীপ কুমার বড়ুয়া, ড. হেদায়েত উল্লাহ, ড. গুরুপদ চক্রবর্তী, ড. নুরুল আবছার এবং অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুথানে আহত ও নিহতদের স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করে, যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।