খ্রি পূ. ৫৫ জুলিয়াস সিজার ব্রিটেনে পদার্পণ করেন।

| শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৪:৩১ পূর্বাহ্ণ

১৩০৩ আলাউদ্দিন খিলজী চিতোর গড় দখল করেন।
১৬৬৬ ডাচ চিত্রশিল্পী ফ্রাঞ্জ হলস্‌-এর মৃত্যু।
১৭২৩ অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক ওলন্দাজ বিজ্ঞানী আন্তোনি ভান লিউভেনহুক-এর মৃত্যু।
১৭২৮ সুইস-জার্মান গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ ইয়োহান হেইনরিখ লাম্বের্ট-এর জন্ম।
১৭৪৩ ফরাসি রসায়নবিদ আতোয়াভ লঁরা লাভোআজিয়ে-এর জন্ম।
১৭৮৯ ফ্রান্সের প্রতিনিধি সভায় ‘মানবিক ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র’ গৃহীত হয়।
১৮৫০ ফরাসি শারীরবিজ্ঞানী শার্ল রিশা-র জন্ম।
১৮৫০ ফ্রান্সের ‘নাগরিক সম্রাট’ লুই-ফিলিপ-এর মৃত্যু।
১৮৬৯ রহস্য কাহিনীকার ও সম্পাদক দীনেন্দ্রকুমার রায়-এর জন্ম।
১৮৭৩ মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক লি ডি ফরেস্ট-এর জন্ম।
১৮৮০ ফরাসি শিল্পতাত্ত্বিক ও কবি গিইয়াম আপোলিন্যায়ার-এর জন্ম।
১৮৮২ নোবেলজয়ী (১৯২৫) জার্মান-মার্কিন পদার্থবিদ জেমস ফ্র্যাংক-এর জন্ম।
১৮৮৩ ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে ৩৬ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৮৮৫ ফরাসি ঔপন্যাসিক ও নাট্যকার জুল রম্যাঁ-র জন্ম।
১৯০৪ ইংরেজ লেখক ক্রিস্টেফার ইশারউড-এর জন্ম।
১৯১০ মার্কিন মনোবিদ ও দার্শনিক উইলিয়াম জেম্‌-এর মৃত্যু।
১৯১০ মানবসেবা ব্রতী মাদার তেরেসা-র (মেরি তেরসা বোজনঝিউ) জন্ম।
১৯১৪ আর্জেন্তিনীয় কথাসাহিত্যিক হাউলিও কোরতাজার-এর জন্ম।
১৯২০ মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলাদের ভোটের অধিকার স্বীকৃত হয়।
১৯২০ কৌতুকাভিনেতা ভানু (সাম্যময়) বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৯২৬ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভূতত্ত্ববিদ ও ভূমিকম্প গবেষক ইউলিয়াম ফ্রান্সিস ব্রেস-এর জন্ম।
১৯২৭ কলকাতায় প্রথম বেতার কেন্দ্র ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস’ চালু হয়।
১৯৩৪ কবি, সংগীতশিল্পী ও সুরকার অতুলপ্রসাদ সেন-এর মৃত্যু।
১৯৪৩ আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
১৯৬১ সহজবোধ্য বিজ্ঞান গ্রন্থ রচয়িতা চারুচন্দ্র ভট্টাচার্যের মৃত্যু।
১৯৭২ মিউনিখে অলিম্পিক ক্রীড়ার উদ্বোধন হয়।
১৯৮২ ইতিহাসবেত্তা সুশোভন সরকারের মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধসাধারণ মানুষকে জিম্মি করে দাবি আদায়ের সুযোগ যেন কেউ না পায়
পরবর্তী নিবন্ধঅতুলপ্রসাদ সেন : কবি ও গীতিকার