আমার জন্য আকাশ রাঙিয়ে সূর্য ওঠে
আমার জন্য হাসনুহেনা গোলাপ ফোটে
আমার জন্য পাখিরা গায় মিষ্টি সুরে
আমার জন্য ফড়িং ওড়ে বাগান জুড়ে।
আমার জন্য মা বানালো রঙিন জামা
আমার জন্য খেলনা আনেন মিষ্টু মামা
আমার জন্য চাঁদ ওঠে ওই পাতার ফাঁকে
আমার জন্য কত্তো খুশি ছড়িয়ে থাকে।
আমার জন্য বাবা আনেন ছড়ার বই
আমার জন্য বন্ধুদেরও কী হইচই!
আমার জন্য সবার খুশি বুঝতে পারি
আমার জন্য ঝলমলে এই পুরো বাড়ি।
আমার জন্য সাইকেল থাকে আত্মভোলা
আমার জন্য দাঁড়িয়ে থাকে বেলুনওয়ালা।
সবার ছোটো বলে আমার নেই তুলনা
আমি সবার আদুরে ধন খোকন সোনা।