খেলাঘর মহানগর সম্মেলন প্রস্তুতি পরিষদের সভা

| রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

খেলাঘর মহানগর সম্মেলন প্রস্তুতি পরিষদের প্রথম সভা গত ১৩ মে সিআরবিস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক অধ্যাপক রোজী সেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান নাট্যজন মুনীর হেলাল। শুরুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের যুগ্ম আহ্বায়ক পার্থ প্রতিম সাহা। সাংগঠনিক প্রস্তাব পেশ করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ বসু। ‘সুন্দর স্বপ্নে গড়ে উঠুক আমার দেশ, প্রতি ভোর হোক চির উজ্জ্বল’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৪ ও ২৫ জুন অনুষ্ঠিতব্য সম্মেলনের বিষয়ের উপর আলোচনা করেন সদস্য প্রকৌশলী রথীন সেন, আশীষ ধর, শুভ্রা বিশ্বাস, আহমেদ খসরু, অমিত হোড়, সঞ্চয়ন সেন, দেবাশীষ রায়, ইসরাত জাহান সুইটি, ইকবাল হোসেন, চৌধুরী জহির উদ্দিন বাবর, মোরশেদ আকতার চৌধুরী, মহিউদ্দিন শাহ, তারেক নোমান, আবু হাসনাত চৌধুরী, শরণ বড়ুয়া, মিন্টু চৌধুরী, প্রীতম দাশ, ডা. সজীব তালুকদার, লিটন শীল, জাহিদুল ইসলাম মুন্না, রাশেদুল ইসলাম বাবু, রবি শংকর সেন নিশান, জাহেদ হোসেন, এ্যানি সেন, বাবলু দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-আবুধাবি ফ্লাইট চালু না হলে অনশন
পরবর্তী নিবন্ধঅনেক স্থানে বড় বড় গর্ত, সীমাহীন দুর্ভোগ