জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সফর গতকাল শুক্রবার রাঙ্গুনিয়াস্থ শাপলা মুকুল খেলাঘর আসর ও চন্দ্রঘোনাস্থ কর্ণতীর খেলাঘর আসরে অনুষ্ঠিত হয়। স্থানীয় সৈয়দবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শাপলা মুকুল খেলাঘর আসরের সভাপতি ইফতেখার হোসেন। বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবুল কাশেম, সম্পাদকমণ্ডলীর সদস্য শোভন সেনগুপ্ত, প্রধান শিক্ষক রতন কান্তি শীল, মো. শহীদুল্লাহ, গিয়াসউদ্দীন আহমেদ কাজল, জুলিয়ানা ছাদেক, শিউলী শীল, মুক্তা বড়ুয়া, সুস্মিতা দাশ, জয়শ্রী দে, কর্ণতীর খেলাঘর আসরের দেবব্রত দাশ প্রমুখ। সভায় শিশু কিশোদের মানসিক বিকাশে খেলাঘর কর্মকাণ্ড চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করা হয়।